যে ৭টি সাইট ফেসবুক মার্কেটাররা ফলো করতে পারেন

Spread the love

ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের একটি বড় অংশ এখন ফেসবুকে নিজের প্রোডাক্টের বিপণন করে থাকেন। এরকম উদ্যোক্তা ও মার্কেটারদের সব সময় পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। এ ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হলো সংশ্লিষ্ট ওয়েবসাইট/ব্লগ সাবস্ত্রাইব করে রাখা। এতে নতুন পরিবর্তন যেমন জানা সহজ হয় তেমনি বিশ্বসেরারা কী করছেন সেটা জানা যায়। ফেসবুক মার্কেটারদের আমার পছন্দের  ৭টি সাইটের একটি তালিকা দিলাম এজন্য।

১। ফেসবুক নিউজরুম

https://newsroom.fb.com/

বলার অপেক্ষা রাখে না বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নানান পরিবর্তন হয়। এগুলোর কোনটিই কিন্তু গোপনে হয় না, জানান দিয়েই হয়। ফেসবুক নিউজরুমে সেটা তারা জানিয়ে দেয়। কাজে ফেসবুকের সাম্প্রতিক পরিবর্তন, নতুন ফিচার কিংবা কোন কিছুর রদ হয়ে যাওয়া সম্পর্কে জানতে এখানে নজর রাখুন।

২। স্যোসাল মিডিয়া এক্সামিনার

https://www.socialmediaexaminer.com/

উদ্যোগের জন্য যারা স্যোসাল মিডিয়া ব্যবহার করে তাদের কাছে এই ব্লগসাইটটা খুবই জনপ্রিয়। কেমন করে করতে হয় এটি যেমন তারা কভার করে তেমনি আলোচনা থাকে পেছনের কারণ ও উদ্দেশ্য নিয়েও। থাকে কীভাবে কাস্টোমার এনগেজমেন্ট বাড়াতে হয়। ফেসবুকের ইনসাইট কেমন করে বুঝতে হয়ে তা নিয়েও লেখা থাকে সেখানে।

৩। হাবস্পট

https://blog.hubspot.com/marketing

ডিজিটাল মার্কেটিং-এর সঙ্গে জড়িত সবাই কোন না কোনভাবে হাবস্পটের নাম শুনেছেন। মার্কেটিং-এর নানা বিষয় তারা কভার করে। ডিজিটাল মার্কেটিং-তো বটেই। ফেসবুক মার্কেটিং-এরও নানা দিক সেখানে নিয়মিতভাবে আলোচনা করা হয়। ফেসবুক মার্কেটিং এর জন্য ডেডিকেটেড না হলেও এখানে মার্কেটিং মূল বিষয়গুলোও আলোচিত হয়। মনে রাখা দরকার, ফেসবুকে বুস্ট করাটা সহজ বলে মার্কেটিং-এর মুল বিষয়গুলো কিন্তু নাকচ হয়ে যায় না।

৪। জন লুমার

https://www.jonloomer.com/blog/

এটি ফেসবুক মার্কেটিং-এর অন্যতম জনপ্রিয় ব্লগসাইট। জন নিজে একজন ফেসবুক মার্কেটার। যারা অবশ্য ১০ সেকেন্ডেই বেচার বুদ্ধি শেখায় সেই দলে লুমারকে রাখা যায় না।

৫। ম্যাক্সিমাইজ স্যোসাল বিজনেস

https://maximizesocialbusiness.com/

এই সাইটটার উদ্দেশ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেমন করে অপটিমালি ব্যবহার করা যায় সে সম্পর্কে অবহিত করা। বিশেষ করে ফেসবুকের ইনসাইট সম্পর্কে ভাল জ্ঞান লাভ হতে পারে এখান থেকে।

৬। স্যোসাল মিডিয়া এক্সপ্লোরার

https://www.socialmediaexplorer.com/

এটি একটি কোম্পানির ওয়েবসাইট যারা উদ্যোক্তাদের পরামর্শ দেন। ফলে তারা অনেক কেস স্টাডি দিতে পারে। ফেসবুক মার্কেটিং নিয়েও এখানে বেশ ভাল তথ্য থাকে।

৭। রেজর স্যোসাল

https://www.razorsocial.com/blog/

আমাদের দেশে অনেকেই প্রচুর সময় নিয়ে বিনামূল্যের কন্টেন্ট খোঁজ করেন। তাদের জন্য এই সাইটটা বেশ দরকারি। একে তো নিজেরাই অনেক তথ্য দেয় সে সঙ্গে প্রায়শ তারা অন্য ফ্রি ওয়েবসাইট ও ব্লগের খবর দেয়।

 

ফেসবুক মার্কেটিং করার সময় কোন কোন বিষয়গুলো দেখা দরকার, কীভাবে কৌশল আর পরিকল্পনা করা দরকার সেসব নিয়ে আমাদের অল এবাউট ফেসবুক মার্কেটিং কোর্স। নিবন্ধন করতে পারবেন ২৩ জুলাই পর্যন্ত।

 

[আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন টুইটার, লিংকডইন, ইউটিউব বা ফেসবুকে]

 

 

 

 

One Reply to “যে ৭টি সাইট ফেসবুক মার্কেটাররা ফলো করতে পারেন”

Leave a Reply