আইটি উদ্যোক্তা ও হবু উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ফেলোশীপ

Spread the love

World-Bank-logoউন্নয়নশীল দেশের তরুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের ফেলোশীপ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কর্মসূচী “এন্ট্রপ্রিনিউরাল ট্যালেন্ট’স হাউস ফর অপরচুনিটি এন্ড সাপোর্ট” (ইথোস)-এর আওতায় তিন সপ্তাহের এই ফেলোশীপের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। ইখোস হল বিশ্বব্যাংক,এনআইপিএ, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি এবং কোরিয়ার একটি যৌথ কর্মসূচী। এই কর্মসূচী মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের পরস্পরের মধ্যে এবং পেশাজীবী এবং বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করা। এর পাশাপাশি নিজ নিজ দক্ষতার উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়ের ব্যবস্থাও করা হয়ে থাকে। “বিশেষজ্ঞ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা উন্নয়ন” নামের এই ফেলোশীপের জন্য আইটি খাতের উদ্যোক্তা, চাকুরিজীবী কিংবা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি তিন সপ্তাহের জন্য কোরিয়ার সঙদো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হবে।আগ্রহীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

 

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়- http://www.worldbank-ethos.org/

আগ্রহীদের জন্য শুভকামনা।

 

 

Leave a Reply