সোনায় মোড়ানো ২০১৮

Spread the love

গণিত অলিম্পিয়াডে সোনা জয়

২০১৮ সালে যখন আমরা দল নির্বাচন করি তখন থেকেই আমাদের ধ্যান জ্ঞান একটাই – স্বর্ণপদক। নানা কারণে আমরা এবার আশাবাদী ছিলাম। একটি কারণ হলো জাওয়াদের ক্রমাগত ভাল করা। কাজে ক্লুজ নাপোকা, রোমানিয়ায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের প্রথম স্বর্ণপদক লাভ।
শুরু হয়েছিল প্রথম আরোর বিজ্ঞান প্রজন্ম পাতায়, ২০০১ সালের ১৭ জুন। আর ২০১৮ সালের জুলাই মাসে সোনার পদক।
১০০+ দেশ অংশ গ্রহণ করেছে এমন কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রথম সোনার পদক লাভ। এই পদকের মর্ম উপলব্ধি করাটা কঠিন। এই যে ৫৯ বছর ধরে ১৩০+ দেশ ও টেরিটির অংশ নিয়েছে তাদের মধ্যে ৭১টি দেশই এখন পর্যন্ত সোনার পদক পায়নি।

সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের পতনের আগে আইএমও-র সোানা পাওয়াটা সহজ ছিল। কারণ আগে সোভিয়েত ইউনিযনের মাত্র ৬ জন প্রতিযোগী থাকতো। এখন সব খুঁচরাগুলোর আলাদা আলাদা টিম। পূর্ব ইউরোপের বেলায়ও একই কথা প্রযোজ্য। কাজে এই সোনার পদকের মর্ম বুঝতে আমাদের আরও সময় লাগবে।

আহমেদ জাওয়াদ চৌধুরীর গণিত যাত্রা শুরু হয় ২০১১ সালে। সে থেকে সে আমাদের সঙ্গে আছে। এখন ভর্তির জন্য নির্বাচিত হয়েছে এমআইটিতে। লিখেছে গণিতের একটা বই-ও।
২০১৮ সালটিকে সোনায় মুড়িয়ে দেওয়ার জন্য জাওয়াদকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা।

 

আমার ২০১৮ -এর আঠারো
————————–
স্পেশাল পর্ব
আঠারোর ১৮-৫ : ২ : একালের নায়কের চলে যাওয়া
ঠারোর ১৮-৪ : ৩ : পাঠাও – বর্ষসেরা উদ্যোগ
আঠারোর ১৮-৩ : ৪-৬
আঠারোর ১৮-২ : ৭-১২
আঠারোর ১৮-১: ১৩-

 

 

One Reply to “সোনায় মোড়ানো ২০১৮”

Leave a Reply