শুভ জন্মদিন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক

Spread the love

BdOSN-Logoআজ ২৪ অক্টোবর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

বুয়েটে থাকতে আমাকে লিনাক্সে আগ্রহী করেন মুহাম্মদ মাসরুর আলী স্যার। বুয়েটের সিস্টেম দেখাশোনা আর ক্যাম্পাস নেটওয়ার্ক বানানোর কাজটা আমাকেই করতে হবে এমন একটা সিদ্ধান্তের পরপরই আমার ক্যারিয়ারে একটা টার্নিং হয়। এর আগে আমি ছিলাম ডেটাবেসের লোক। তখন হলাম নেটওয়ার্কের লোক। সিসকোর ট্রেনিং আর ট্রেনার হলাম। আর সিস্টেম বুঝতে শুরু করলাম। তখন থেকেই মুক্ত সফটওয়্যারের ব্যাপারটা একটু একটু করে জানতে শুরু করলাম।

২০০৪ সালে দেশে মুক্ত সফটওয়্যার প্রসারের জন্য কাজ শুরু করি, স্বেচ্ছাসেবী হিসাবে। তবে, ততদিনে জেনে যাই যে, মুক্তিটা কেবল সফটওয়্যারে নয়, আরো অনেক কিছুতেই দরকার। এবং যুক্ত হই মুক্ত দর্শনের সঙ্গে। সেই থেকে মুক্ত দর্শন আমার জীবনেরও দর্শন।

২০০৫ সালের ২৪ অক্টোবর ঢাকায় নভোথিয়েটারে একটা ইভেন্ট করে সরকারের বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়। সেখানে ওপেন সোর্সের জন্য একটা কর্নার রাখা ছিল। সেই কর্নারে জমায়েত হয়ে অংকুরের জামিল আহমেদ ও মাহে আলম খান, একুশের অমি আজাদ, বায়োসের মামুন, জামানভাইসহ আরো কয়েকজন মিলে একটি প্ল্যাটফরম বানানোর চিন্তা করি। আইডিয়া ছিল দেশে যারা ওপেন সোর্স  নিয়ে (শুধু সফটওয়্যার নয়) কাজ করছে তাদের একটি কমন প্ল্যাটফরম তৈরি করা।  প্রত্যেকে নিজ নিজ সংগঠনেই কাজ করবেন। আর কোন কোন ইস্যুতে যখন একত্রে কাজ করবে তখন এই প্ল্যাটফরমটা ব্যবহার করবে।

এর মধ্যে বাকীদের আলাদা সংগঠন থাকলেও আমি ছিলাম ওয়ান ম্যান আর্মি। কাজ করতে গিয়ে দেখা গেল আমার মত অনেকেই আছেন যাদের কোন সংগঠন নাই কিন্তু বিডিওএসএনের সঙ্গে যুক্ত হতে চান। তখন আমরা এটিকে একটি সংগঠন বানিযে ফেললাম এবং ঠিক করলাম একত্রে যে কাজগুরো হবে সেগুলোতে সবার লোগোই থাকবে। মানে বড় জায়গা থেকে আমরা ছোট জায়গায় এসে পড়লাম।

শুরুর দিকে আমাদের কাজ ছিল সোজা এবং একমূখী।  উবুন্টুর সিডি বিতরণ, সেটি দেশে বার্ণ করা, লিফলেট, পুস্তিকা বিতরণ আর কিছু সভা-সমিতির আয়োজন করা। আমরা বেসিসের মেলায় একটা সেমিনারও করে ফেললাম।

তবে, আমাদের মূল কাজ ছিল মুক্ত দর্শনের কথা বলা, সম্ভাব্য সব জায়গায়। সে সময় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা ভার্সন শুরু হয়েছে। আমাদের রাগিব আমাকে প্রায়শ এটার ব্যাপারে বলতে থাকে। বিডিওএসএন থেকে ২০০৬ সালের ২৫ মার্চ আমরা বাংলা উইকি নামে একটা ইয়াহু গ্রুপ তৈরি করি। ৩০ মার্চ প্রথম আলোতে রাগিবের আর বাংলা উইকিপিডিয়া নিয়ে আমি একটা নিবন্ধ লিখে দেশবাসীকে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ লেখার আহবান জানাই। এবং আশ্চর্য হয়ে লক্ষ করি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে শুরু করেছেন।

তারপর থেকে আমাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাংলা উইকি, উবুন্টু, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়নসহ নানান কাজকর্মের মধ্য দিয়ে বিডিওএসএন তার ৮ম বছর পেরিয়ে ৯ম বর্ষে পা রাখছে আজ।

এই পোস্ট আমাদের যত কাজ (অনেকই মনে করেন যতসব আজাইরা কাজ, আমরা আপত্তি করি না)-এর ফিরিস্তি পোস্ট নয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সকল সদস্য, প্রাক্তণ সদস্য, শুভাকাঙ্খী, পৃষ্টপোষক, সমালোচক, নিন্দুক এবং যারা আমাদের ভালবাসেন তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের পাশে পেয়েছি বলে আমরা আমাদের আজাইরা কাজগুলো করতে পারি, আমাদের আলসেমিগুলো কখনো কখনো মাত্রা পায়, কখনো কখনো সেটা আনন্দের হয়ে ওঠে।

আপনাদের সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

 

 

One Reply to “শুভ জন্মদিন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক”

Leave a Reply