বিলিয়ন ডলার স্টার্টআপের ই-বুক

Spread the love

অবশেষে আমার নতুন বই “বিলিয়ন ডলার স্টার্টআপ“-এর ই-বুক প্রকাশিত হয়েছে।বাংলা ই-বুক রিডার বইঘর থেকে আপনি এই বইটি এখন আপনার মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবেন। এই প্রথম আমার কোন বই-এর আনুষ্ঠানিক ই-বুক প্রকাশ হলো। যদিও অনেক সাইটে এই বইগুলোর পিডিএফ ডাউনলোড করার জন্য পাওয়া যায়।

বিলিয়ন ডলার স্টার্টআপ মূলত ১২টি বিলিয়ন ডলারের স্টার্টআপ যেমন পেপাল, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এয়ারবিএনবির মতো ১২টি স্টার্টআপের  গল্প এবং আর একজন বিলিওনিয়ার এলেক্স টিউ-এর কলেজে পড়াকালীন ৫ দিনে কোটিপতি হওয়ার গল্পের সমাহার। এ বছর বইমেলা যা মার্চের ১৮ থেকে এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত খুবই দায়সারাভাবে অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রথম  প্রকাশিত হয়েছে। পাঠকদের সাড়াতে আমি অভিভূত। এরই মধ্যে বই-এর প্রথম মুদ্রণ শেষ হয়ে দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।

অনেকে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের অনেকে বইটি কেমন করে পেতে পারেন সেটি নিয়ে জানতে চেয়েছেন। আমি প্রথমে ভেবেছিলাম হার্ডকপি বইটি অ্যামাজনে পাওয়ার ব্যবস্থা করলে কেমন হয়। দেখলবম বেশ কয়েকটি অ্যামাজন স্টোরে আমাদের দেশীয় বই বিক্রি হয়। কিন্তু দাম দেখে চোখ কপালে উঠেছে।  যেমন আমার শরবতে বাজিমাত বইটির হার্ডকপির দাম হলো ২০০ টাকা মাত্র। কিন্তু  অ্যামাজনে এটির দাম ধরেছে ২৬ ডলার। খোঁজ নিয়ে জানলাম ডিএইচএলে পাঠাতে গিয়ে এমন খরচ হচ্ছে!!! বুঝলাম এভাবে হবে না। আবার অ্যামাজনের কিন্ডলে ভার্সনের জন্য এখনও বাংলা অফিসিয়ালি এনাবল নয়। তাহলে উপায় কী?

বইঘরের ই-বুক

কাজে ভাবলাম তাহলে ই-বুক করা যাক। তখনই মনে পড়লো ছোটভাই হাসানুজ্জামান ও তার বইঘরের কথা। বইঘর একটা বাংলা ই-বুক রিডার। সেখানে ই-বুক প্রকাশ করলে ঐ এপে সবাই বইটা পড়তে পারে। বইঘরের আর একটা বিশেষ দিক হলো সেখানে যে কোন বই মাত্র ১০ টাকা দিয়ে ১০ দিনের জন্য পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে যারা হার্ডকপি বই কিনতে চাননা তারাও পড়তে পারেন। পাশাপাশি সম্পূর্ণ ই-বুকটিও সারাজীবনের জন্য ডাউনলোড করে নেওয়া যায়। কাজে ঠিক করলাম বিলিয়ন ডলারের ই-বুক তাহলে প্রকাশিত হোক বইঘরে। হাসানুজ্জামানের কয়েক সপ্তাহের পরিশ্রমের পর গতকাল থেকে বইঘর এপে প্রকাশিত হয়েছে “বিলিয়ন ডলার স্টার্টআপ”।

বইঘর থেকে কীভাবে বইটি সংগ্রহ করবেন

প্রথমে গুগল প্লে স্টোর থেকে বইঘর এপটি নামিয়ে নিতে হবে। এই লিংক থেকে এপটি ডাউনলোড করে নিতে পারেন।এই এপটি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার কাজে ও ব্যবহার করে। কাজে চালু করার পর নিবন্ধন করার সময় নিজের ধরণটা বলতে হবে।

নিবন্ধনের পর আপনি পাবেন প্রথম স্ক্রিণ। সেখানে নতুন বই নামে একটি মেনু আইটেম আছে।

 

 

 

 

সেখানে ক্লিক করলে পরের স্ত্রিনে যেতে পারবেন। 

 

 

 

 

 

সেখান থেকে আপনি বইটি কিনে বা গ্রাহক হয়ে পড়তে পারবেন।

নতুন বই-এর মেনুতে ডানের ছবির মতো বিলিয়ন ডলার স্টার্টআপের প্রচ্ছদ দেখা যাবে। প্রচ্ছদে ক।লিক করে পরেধাপে যাওয়া যাবে।

 

 

 

 

পরের স্ক্রীণে আপনাকে ঠিক করতে হবে সম্পূর্ণ ই-বুক কিনবেন না কি ১০ দিনের জন্য গ্রাহক হবেন। সেভাবে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। সম্পূর্ণ ই-বুক ৩০০ টাকা/৬ ডলার/৫ ইউরোতে কিনতে পারবেন। ্বর ১০ দিনের জন্য গ্রাহক হতে হলে ১০টাকা পেমেন্ট করতে হবে।

 

 

 

 

অন্যান্য প্ল্যাটফর্ম

আমাদের দেশে ই-বুকের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। বইঘরের এই প্ল্যাটফর্মটি আমি পছন্দ করে এখানেই বিলিয়ন ডলার স্টার্টআপের ই-বুকটি প্রকাশ করেছি। এখানকার অভিজ্ঞতা ও ফীডব্যাকের ওপর নির্ভর করে আমার অন্যান্য বইগুলোর ই-বুক প্রকাশের ব্যবস্থা করবো।

যারা বইঘরে বইটি কিনবেন ও পড়বেন তারা যদি তাদের ফীডব্যাক আমাকে জানান তাহলে আমি সেটি বইঘর কর্তপক্ষকে জানাতে পারবো এবং নিজেও ঋদ্ধ হবো।

সবার জন্য শুভ কামনা।

 

 

 

 

 

Leave a Reply