আজ নগদ, কাল বাকী

আমাদের মধ্যে অনেকেই “কালকে” থেকে একটা কিছু করার অনেক পরিকল্পনা করি। সেই “কালকে” শেষ পর্যন্ত উদ্ভাবনী বাঙ্গালির আবিস্কার, “আজ নগদ কাল বাকী”র মতো কখনো আসে না। কিছু শুরুও করা হয় না। আমরা যারা ১৯৯০-এর দশকের শুরু পর্যন্ত স্কুলে পড়েছি, তাদের সবাই কিন্তু ইংরেজিতে লিও টলস্টয়ের তিনটি প্রশ্ন পড়েছি এবং জেনেছি যে “এখনই” হচ্ছে কোন কাজ...