প্রোগ্রামিং পরিসংখ্যান অমৃতসমান, গিটহাব ভনে শুনে পূণ্যবান

গত কিছুদিন ধরে সদ্য পাশ করা প্রোগ্রামাররা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এই প্রশ্নটা নিশ্চয়ই শুনেছে – তোমার গিটহাবের একাউন্ট কী? তো, এটা কেবল বাংলাদেশে নয়। বিশ্বব্যাপী সফটওয়্যার বিনির্মাণ এখন ভিন্নমাত্রায় পৌছে গেছে। বলা চলে এখন এটি কমিউনিটি ওয়ার্ক। এ কারণে গিটহাব বা স্টেকওভারফ্লো’র মতো প্ল্যাটফর্মের গুরুত্ব ও কার্যকারিতা বেড়েই চলেছে। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে...