শুভ জন্মদিন মহামতি আইনস্টাইন

স্টিফেন হকিং-এর ধারণা আজ থেকে কয়েকশত বছর পরে মানুষ যখন বিজ্ঞানের ইতিহাস লিখবে তখন সেখানে মাত্র চারজন বিজ্ঞানীর কথা থাকবে। গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন আর হকিং নিজে! এদের মধ্যে আইনস্টাইনের ব্যাপারটা একটু অন্যরকম। আপনার ল্যাবরেটরি আর যন্ত্রপাতি কোথায়? এই প্রশ্নের উত্তরে আইনস্টাইন মাথা দেখিয়ে বলতেন ঐটাই তাঁর ল্যাবরেটরি আর কাগজ-কলম হলো তাঁর গবেষণার যন্ত্রপাতি। অন্য অনেক...