‘আমার বেদনা লহ বুঝি’

রবীন্দ্রনাথের গানের শিল্পী ও গবেষক সুকান্ত আর অভিজিতের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয় সোমা চৌধুরী, আর এক শিল্পী। ওদের হাত দিয়েই গতবছর আমরা উদ্বোধন করি বাংলাদেশ মুক্ত সাংস্কৃতিক নেটওয়ার্কের। সে সময় থেকে সুকান্ত আর অভিজিতের কাজের কয়েকটা অংশ আমি জানতে পারি। তাদের গবেষণার একটা অংশ জুড়ে আছে ঠাকুরবাড়ির গান বাজনা। রবীন্দ্রনাথই কিন্তু ঐ বাড়ির একমাত্র...