বিপ্লবের ডাক শুনতে কি পান?

ছোটবেলায় দুই প্রতারকের সেই গল্প আমরা কে না পড়েছি। প্রতারক দুজন এক রাজাকে গিয়ে বলে, এমন কাপড়ের জামা তারা বানাতে পারে, যা শুধু ‘বুদ্ধিমান’ লোকেরাই দেখতে পায়। তারপর টাকা নিয়ে তারা অদৃশ্য পোশাক রাজাকে গছিয়ে দিয়ে কেটে পড়ে। রাজ্যবাসী নিজেকে ‘বুদ্ধিমান’ প্রমাণ করতে ওই জামা দেখার ভান করে। শেষ পর্যন্ত এক শিশুর কথায় সবার বোধোদয়...