শুভ জন্মদিন সায়ীদ স্যার

চট্টগ্রাম টেলিভিশন পুন: সম্প্রচার কেন্দ্র চালু হয় ১৯৭৬ বা ১৯৭৭ সালে। তখন থেকেই সন্ধ্যার পর টেলিভিশনের সামনে বসে পড়ার একটা পায়তাড়া ছিল। এ জন্য কোনো কোনো দিন বিকেলেই হোমওয়ার্ক করে ফেলতাম। টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো আমি দেখতাম তার মধ্যে একটা ছিল ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন”। ফজলে লোহানী ছিলেন কেতাদুরস্ত ইংরেজ। স্যুট-বুট পরেই তিনি...