গণিত বিষয়ক আমার পাঁচটি বই

গণিত অলিম্পিয়াড শুরু করার পর আমাদের প্রথম উপলব্ধি হলো আমাদের ছেলে-মেয়েরা পাঠ্যপুস্তকের বাইরে গণিতের বিশাল জগৎ সম্পর্কে তেমন জানে না। এই জানানোর সহজ বুদ্ধি হলো বই লেখা।  সেই থেকে আমরা গণিত উৎসবকে সামনে রেখে নিয়মিত বই লিখে যাচ্ছি। আমি অবশ্য ২০১৬ সালের পর আর বই লিখিনি। এখন আবার নতুন করে গণিতের বই লিখতে শুরু করেছি।...