যে ৫ শব্দে কুপোকাত টাটার ন্যানো গাড়ি

২০০৮ সালে ভারতীয় কনগ্লোমারেট টাটা তাদের ন্যানো গাড়ি বানানোর ঘোষণা দেয়। এটি ছিল বিরাট ব্যাপার কারণ রতন টাটার ভাষায় এটি হলো “পিপল’স কার”। ওনার কথার পেছনে যুক্তিও ছিল। কারণ গাড়ির দাম রাখা হবে মাত্র এক লক্ষ রূপী (২০০০-২৫০০ ডলার, বাংলাদেশী টাকায় দেড় লক্ষ টাকার মতো)। আমার নিজের মনে আছে সে সময় আমাদের মিডিয়াগুলোও এ ব্যাপারে...