বইমেলার বই ১১: আমি জেলে আসার পর

আমাদের যৌবনকালটা বড় আশ্চর্য সময়। এরশাদ শাহীর বিরুদ্ধে দ্রোহে-সংগ্রামে আমাদের সময় কেটেছে। সে সময়ে আমার পরিচয় ঘটে কয়েকজন অত্যাশ্চর্য কবির কবিতার সঙ্গে। এদের একজন কবি আল মাহমুদ। পুরো বুয়েট লাইফে আমার বালিশের পাশেই থাকতো সোনালি কাবিন। শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়াছে হাত হিয়েনসাঙের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা, এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত তাদের...