বইমেলার বই ৬ : গণিত শেখো অঙ্কবান, যায় যাবে যাক প্রাণ

আমরা যখন গণিত অলিম্পিয়াড শুরু করি তখন আমাদের একটা বড় কাজ ছিল আমাদের শিক্ষার্থীরা কেন গণিতকে ভয় পায় তার কারণ খুজে বের করা এবং সেটি সমাধানের একটি রাস্তা বের করা। চট করে আমরা যে দুইটি বিষয় খুঁজে পাই তার সঙ্গে আমাদের গণিত বিষয়কে অঙ্ক বলার একটা সংযোগ আছে। আমাদের দেশে এখনও স্যাররা (উইথ ডিউ রেসপেক্ট)...