পড়ো পড়ো পড়ো : একাত্তরের স্মৃতি – বাসন্তী গুহ ঠাকুরতা

লিখেছেন টুকুনজিল নায়ীরা উৎসর্গ পত্রে লেখা আছে, “শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতা যিনি একাত্তেরে পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানী সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে আমাকে বলেছিলেন স্বাধীনতার ইতিহাস লিখতে আজ তাঁর ও মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিলাম” একজন মানুষ দেশকে ঠিক কতটা ভালবাসলে আর কতটা স্বচ্ছ চিন্তার অধিকারী হলে নিজে গুলিবিদ্ধ হয়েও...