কবিতা পড়াটা কখনো কখনো খুবই আনন্দের হয়

ছোটবেলায় কবিতার প্রতি বিশেষ আকর্ষণ ছিল না। যতদূর মনে পড়ে প্রত্যেক ক্লাসেই একটা না একটা কবিতা পরীক্ষার জন্য মুখস্ত করতে হতো। বাংলা ব্যাকরণও আমি ছোটবেলায় না বুঝে পড়েছি যতোদিন না তাহের স্যারের ছাত্র হয়েছি। ওনার কল্যানে বাংলা ব্যাকরণের ছন্দ খুঁজে পেয়েছিলাম। তবে, কবিতার যন্ত্রণা ছিলই। কিছুদিন পরে আবিস্কার করলাম যারা কবিতা আবৃত্তি করতে পারে বা...