এভারেস্ট চূড়ার কাছে হিলারীর পাথর, কতিপয় বিড়াল ও একটি অসাধারণ …

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম এই পাথরটা দেখে এসেছেন। এভারেস্ট চূড়ার মাত্র ৫৮ মিটার নিচে, ১২ মিটার খাড়া একটা বড় পাথর খন্ড। চূড়ায় ওঠার পথে শেষ বাঁধা। অনেকেই নাকি এখান থেকে ফিরে এসেছেন। এডমন্ড হিলারির নামে এটি হিলারি স্টেপস নামে পরিচিত। মাস খানেক আগে সেই হিলারি স্টেপস নিয়ে একটি খবর ছাপা হয়েছে গার্ডিয়ান, টেলিগ্রাফ...