প্রোগ্রামিং : শিখতে হবে নিজে নিজেই

সাত বছর বয়সে প্রথম কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয়েছে মার্ক জাকারবার্গের। বড় হয়ে মার্কের হাতে পত্তন ফেসবুকের। কাটাকুটির খেলার প্রোগ্রাম লিখেই সূচনা হয়েছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের প্রোগ্রামিং জীবন। কম্পিউটার প্রোগ্রামিং জটিল কিন্তু আনন্দময় জগতে অবাধ বিচরণ করতে চাইলে শুরুটা করতে হয় ছোটবেলা থেকেই। তবে কেবল প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ার জন্যই কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হবে এমনটা মনে করতেন...