গণিত উৎসবের গান

গণিত উৎসব শুরু আর তার এগিয়ে চলা নিয়ে আমি মনে হয় আমার জীবনের অর্ধেক লেখা লিখেছি। কাজে এ গল্পের বেশিরভাগই সবাই জানে। নতুন করে লিখতে চাই না। জাফর ইকবাল স্যার আর কায়কোবাদ স্যারের মাথা থেকে বের হওয়া এই কাহিনীর শুরু প্রায় সবাই জানেন। তারপর আজ প্রায় দেড় দশক ধরে এই উৎসব আমাদের সামনে অনেকগুলো নতুন...