কম্পিউটার প্রোগ্রামিং (বই) দিবস!!!

২০০৪ সালের কথা। আমরা মাত্র গণিত অলিম্পিয়াড শুরু করেছি। ৬টি বিভাগীয় শহরে আমরা যাবো। প্রত্যেক জায়গায় আমরা একটা সেশন রেখেছি গণিত শিক্ষকদের সঙ্গে মত-বিনিময়। তো, সবখানে কথা একটা। পাঠ্যপুস্তকের বাইরে গণিতের ওপর কোন বই নাই!!! নাই, নাই, নাই! ২০০৫ সালেও একই কথা শুনলাম। কাজে এর পর থেকে আমরা প্রায় ৮ বছর আর ঐ মতবিনিময় আমরা...