বেচারা আইনস্টাইন

ঝামেলাটা প্রথম পাকান হাইজেনবার্গ। খেয়েদেয়ে কাজ নেই, উনি বের করলেন ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাজগতের বাসিন্দাদের কোন কোন জোড়া বৈশিষ্ট্য একসঙ্গে সমান সুক্ষ্ণতায় মাপা যায় না। যেমন অবস্থান ও ভরবেগ। একটাকে মাপলে আর একটা এলোমেলো হয়ে পড়ে। পরের বোমাটা দ্য ব্রগলির। পাগলটা বলে কী না বস্তুরও তরঙ্গ ধর্ম আছে। কোন মানে আছে? শেষ বোমাটা স্রডিঞ্জারের। এই বেটা আমদানী...