আমাদের জাহিদ হাসান

  আজকের ডিজিটাল যুগের প্রাণভোমরা হল ছয় দশক আগে উদ্ভাবিত ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টরের বদৌলতে আজকের কম্পিউটার, স্মার্টফোনসহ সকল ইলেকট্রনিক্স সামগ্রীর জয়জয়কার। কিন্তু এরই মধ্যে ট্রানজিস্টর তার কর্মদক্ষতার প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। তাই বিজ্ঞানী-প্রকৌশলীরা খুঁজছেন নতুন কোনো বস্তু কিংবা বস্তুর নতুন কোনো অবস্থা যা দ্রুতগতির কম্পিউটিং-এর সহায়ক হবে এবং পাশাপাশি তাতে শক্তির ক্ষয়ও হবে কম।...