এক লক্ষ নয়, এক টাকা চাই!

কেউ যেন একচেটিয়া বাণিজ্য করতে না পারে, সে জন্য আমেরিকার সরকার ও আদালত মাঝেমধ্যে কিছু উদ্যোগ নেয়। গেল শতকের আশির দশকে তেমন একটি নির্দেশনার ফলে সেই সময়কার কম্পিউটার তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান আইবিএমকে তাদের নতুন পারসোনাল কম্পিটউারের জন্য অপারেটিং সিস্টেম বানানোর কাজটা ছেড়ে দিতে হয়। আইবিএম এক লাখ ডলারের বিনিময়ে কাজটা দেয় তিন তরুণের একটি...

Categories Uncategorized