কাজের জিনিস বানায় যারা

২০১১ সালের কোন এক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে নানান আয়োজন ছিল। ছিল সিএসই শিক্ষার্থীদের প্রজেক্ট ডিসপ্লেও। সেখানে প্রথম আমি ওদেরকে দেখি। বাংলা ল্যান্সার নামে একটা মার্কেট প্লেসের পরিকল্পনা করেছে। তবে, সেটা শেষ পর্যন্ত সফল হয়নি সেই অর্থে। কিন্তু তাতে তাদের দমার কথা নয়। এরপর ওরা শুরু করে নিজেদেরই প্রোডাক্ট বানানোর কাজ। কাজের ফাঁকে ফাঁকে...

Categories Uncategorized