বিশ্ব তোমার পদতলে

Spread the love

তো, তুমি একজন উদ্যোক্তা?

কোটি টাকা দামের হাসির সঙ্গে তোমার জবাব – হ্যা!

তাহলে, যাও বেড়িয়ে পড় আর তোমার রূপকল্পকে বাস্তবে রূপ দাও। তোমার যদি কোন সাহায্য লাগে, বিশ্ব তোমার সঙ্গে আছে। আর সব বড় মাপের উদওক্তার মত তুমি নিজের তোমার প্রেরণা হও। অন্য তরুনরা তোাকে দেখুক আর বলুক- সে যদি পারে, আমি পারবো না কেন? মনে রেখ, তুমিও একদিন তাদের মত ছিলে। সাফল্য কেবল তাদের কাছেই ধরা দেয় যারা নিজের হাতে সেটি ধরতে চায়।

উদ্যোক্তার সাফল্যই তার আনন্দ আর উচ্ছাস। কেবল তুমিই তোমার উদ্যোগের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারো।

মনে রেখো – তুমি কেবল কাজ করে দেখিয়ে দিতে পারো

 

বিশ্ব তোমার পদতলে!!!

 

 

 

সাবিরুল ইসলামে বিশ্ব তোমার পদতলে পড়তে শুরু করেছি। দেখা যাক কতটা এগোতে পারি।

Leave a Reply Cancel reply

Exit mobile version