কত অজানারে…

Spread the love

১. যে সব প্রতিষ্ঠান ব্লগিং করে তাদের ওয়েব ট্রাফিক ৫৫% বেশি এবং তাদের লিড ৭০% বেশি। ২০১২ সালে মাত্র ৪২ লক্ষ ব্লগ সক্রিয় ছিল।
২. প্রতিদিন মাত্র ১৪,৪৮০ কোটি ই-মেইল চালাচালি হয়।
৩. মাত্র ১০০ কোটির বেশি লোকের ফেসবুক একাউন্ট আছে। তারা প্রতি মাসে মাত্র ৩০০০ কোটি কন্টেন্ট শেয়ার করে। প্রতিদিন মাত্র ৫ কোটি ৫০ লক্ষ নতুন স্ট্যাটাস দেওয়া হয় সেখানে।
৪. গুগলে প্রতিদিন মাত্র ৫০০ কোটিবার সার্চ করা হয়।
৫. মাত্র ২০ কোটি লোকের টুইটার একাউন্ট আছে। এরা প্রতিদিন মাত্র ৬ কোটি টুইট করে থাকেন!
৬. মাত্র সাড়ে চার মিনিটে ইউটিউবে ১০০ ঘন্টার ভিডিও আপলোড হয়
৭. ২০১১ সালে আমেরিকায় বিয়ে করেছে এমন প্রতি আট দম্পতির মধ্যে মাত্র এক জোড়ার পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগের সাইটে।

One Reply to “কত অজানারে…”

Leave a Reply Cancel reply

Exit mobile version