দুই’শ কোটির হাতের মুঠোয়!!!

Spread the love

২০১৬ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ১৭% বেড়ে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা চলতি প্রান্তিকে ১৯৪ কোটি ছুয়েছে। বলা যায় অচিরেই বিশ্ববাসীর প্রতি তিনজনের একজন ফেসবুকে সক্রিয় থাকবে। কিছুক্ষণ আগে প্রকাশিত ফেসবুকের ২০১৭ সালের প্রথম প্রান্তিকের রিপোর্টে এর উল্লেখ পাওয়া যায়। আর সে সঙ্গে তাদের মাসিক আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে! এ উপলক্ষে ফেসবুক নিজেদের টাইমলাইনে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ফেসবুকের ধারাবাহিকতার একটি ভিডিও-বর্ণনা পাওয়া যাবে।

ফেসবুকের শুরুর কথা হয়তো অনেকের মনে আছে। ফেসবুকের আজকের এই উত্থান কিন্তু একদিনে হয়নি। হার্বার্ডের ডরমিটরিতে জাকারবার্গের রুমে তার ল্যাপটপে ফেসবুকের পূর্বসূরী ফেসম্যাশের সূচনা। শুরুতে এটি কেবল আমরেকিার কলেজ পড়ুয়াদের জন্য ছিল। পরে সবার জন্য উন্মুক্ত করা হয়। শুরু থেকেই তারা ভাল বিনিয়োগ পেতে শুরু করে। এমনকি বিল গেটসও সেখানে বিনিয়োগ করেন। তবে, ফেসবুকের ব্যবসায়িক ব্যাপারটা এটি গতি পেতে শুরু করে যখন গুগল থেকে শেরিল শ্যান্ডবার্গ ফেসবুকে যোগ দেন। এরপর থেকে ফেসবুকের উত্থান ঝড়ের বেগেই হচ্ছে।

বাংলাদেশেও ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দেশে এখন প্রায় আড়াুই কোটি লোক ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশে ফেসবুক হয়ে গেছে ইন্টারনেটের সমার্থক। সেজন্য অনেকেই ‘ফেসবুক দিয়ে ইন্টারনেট চালায়’।

 

 

One Reply to “দুই’শ কোটির হাতের মুঠোয়!!!”

Leave a Reply Cancel reply

Exit mobile version