ঘন্টায় মাত্র ৬৮ লক্ষ টাকা আয়

Spread the love

কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের অনেক ভক্ত আমাদের দেশেও আছে। বিশ্বজুড়ে তাদের বেশ নামডাক। ইউটিউবে ওদের কিছু গান আমি দেখেছি তবে কিছু বুঝি নাই। কিন্তু সবচেয়ে বেশি টাসকি খেয়েছি ওদের গানের ভিডিও-এর ভিউ সংখ্যা দেখে। দুর্দান্ত অবস্থা।

কয়েকদিন ভেবেছি ওরা ইউটিউব থেকে কতো টাকা আয় করে বের করি। শেষমেষ ফোর্বসের থেকে একটা হিসাব পেলাম। গত সপ্তাহে ওরা সম্ভবত ঘন্টায় ৬৮ লাখ টাকা (৮০,০০০ ডলার) আয় করেছে!!!

ওরা ইউটিউবে নতুন কিছু দিক বা না দিক ফ্যানরা সবসময় তাদের গান দেখেই যাচ্ছে! রেকর্ডেড, লাইভ পারফরম্যান্স, টিভি অনুষ্ঠানের ক্লিপ সবই ফ্যানরা খায়, পরে আর ঘুমায়।

তো, গত সপ্তাহে বিটিএসের নতুন ভিউ হয়েছে ৫ শত ৪৯ মিলিয়ন! মানে আধা বিলিয়নের চেয়ে বেশি!

মূল কারণ, ভক্তরা ঠিকই ধরেছেন, তাদের নতুন সিংগল ‘বাটার’।

তারা সবসময় ইউটিউবে প্রথম ১০টি ব্র্যান্ডের মধ্যেই আছে কিন্তু গত সপ্তাহের ব্যাপারটাকে বিস্ফোরণই বলা যায়। এ থেকে তাদের আয় কতো?

বিজনেস ইনসাইডার জানাচ্ছে প্রতি এক লক্ষ ভিউ-এর জন্য ইউটিউব ৫০০ থেকে আড়াই হাজার ডলার পর্যন্ত পে করে থাকে। সেই হিসেবে গত সপ্তাহে বিটিএসের আয় হলো ২.৭৪৫ মিলিয়ন থেকে ১৩.৭২৫ মিলিয়ন ডলারের মধ্যে!!! এ থেকে তাদের ঘন্টায় আয় দাড়াচ্ছে ১৬ হাজার থেকে সর্বোচ্চ ৮১ হাজার ডলার!!!

অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আয়ের হিসাব আর নাই বা করি!

Leave a Reply Cancel reply

Exit mobile version