বলনতা সেন কি মিছিলে আসেন?

Spread the love

আমাদের #মিসিংডটার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমি আইকন খুঁজে বেড়াচ্ছি। আমরা বেগম রোকেয়ার কথা সহজে মনে করতে পারি। শিক্ষায় আমরা শানসুন্নাহারের কথাও মনে করতে বাড়ি। আজকে জেনেছি প্রথম বাঙ্গালি নারী যিনি সবার আগে বিজ্ঞানের কোন বিষয়ে পিএইচডি করেছেন, সম্ভবত। তাঁর বিষয় ছিল বায়োকেমিস্ট্রি। ১৯৪৬ বা ১৯৪৮ সালে।

তাঁর সম্পর্কে বাকী বিষয়গুলো নিশ্চিত হলে আমি তাঁর নামটা প্রকাশ করতে পারবো। তবে, তাঁর সম্পর্কে একটি প্রচলিত গল্প এখন বলে রাখি। তিনি আগাগোড়ায় ইংরেজি মাধ্যমে পড়েছেন। ফলে, বাংলা ভাষা ও কবিতা সম্পর্কে তেমনভাবে জানতেন না।

prochhod-banolata-web

সত্তর দশকের শেষের দিকে একটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের মহিলা শাখা গঠনের কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো, একটি সভায় সভাপতি নাটোর মহকুমা (তখনও জেলা হয়নি) কমিটি  গঠনের জন্য প্রস্তাবিত নামগুলো পড়তে গিয়ে গম্ভীরভাবে বললেন-

“কই? বনলতা সেনের নাম তো দেখছি না।”

বাকীরা ঘটনাটা বুজলেও একজন না বুজে ব্যাপারটা খুবই সিরিয়াসলি নিয়ে পাশের লোকজনের কাছে জানতে চাইলেন-

“বনলতা সেনের নাম দেননি কেন। উনি কি নিয়মিত আমাদের মিছিল-সভাতে আসেন।”

মাঝেমধ্যে বড় স্যারদের সঙ্গে গল্প করলে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়্আজকেও পেলাম।

শুভ অপরাহ্ন।

 

 

Leave a Reply