দুর্গা ধ্রুবকের জাদু

যে কোনো তিন অংকের একটা সংখ্যা দিয়ে শুরু করুন। খেয়াল রাখতে হবে অংক তিনটি যেন এক না হয়। এখন এই তিন অংকের বৃহত্তম সংখ্যা থেকে ওই তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করুন। বিয়োগফল যে তিন অংকের সংখ্যা পাওয়া যাবে সেটি নিয়ে পুনরায় বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করুন এবং আবার বিয়োগ করুন। আর এভাবে কয়েকবার...

গ্রহণ লেগেছে আজ …

প্রথমবার স্কুলে পড়তাম। সত্তরের দশকের শেষ দিকে।  স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমরাও বাসায় ফিরে গিয়েছি। জানলাম সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ তবে সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। সেসময় কালো ফিল্ম দিয়ে দেখার কোন বুদ্ধি আমাদের ছিল না। আমরা বাসার পেছনের মাঠে জড়ো হলাম তবে ভুলেও সূর্যের দিকে তাকাই না। বাদল ভাই বললেন এক গামলা...

হজ অব্যবস্থাপনা : দায় কার?

বিগত বছরগুলোর মতো এ বছরও হজযাত্রী ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিয়েছে। মনে হচ্ছে এ যেন অবধারিত এবং বিষয়গুলো দেখার কেউ নেই। আমরা জানি, ১৭ আগস্টের পর সৌদি দূতাবাস আর কোনো পাসপোর্ট নেবে না। প্রকাশিত সংবাদে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এই বিলম্ব এবং যাত্রীর অভাবে বিমানের ১০টার বেশি ফ্লাইট বাতিলের দায় সরাসরি হজ এজেন্সিগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু...

Exit mobile version